價格:免費
更新日期:2017-08-06
檔案大小:1.7M
目前版本:1.0
版本需求:Android 4.0.3 以上版本
官方網站:mailto:developer.imran777182@gmail.com
এই অ্যাপটির মাদ্ধমে আপনারা চিকুনগুনিয়া ভাইরাস জ্বর সম্পর্কে কিছু গুরুত্ব পূর্ণ তথ্য জানতে পারবেন, এবং তা থেকে সচেতন হতে পারবেন।
প্রতিরোধের উপায়
১. মশা তাড়ানোর ঔষধ বা স্প্রে ব্যাবহার করুন।
২. দিনে বা রাতে যেকোন সময় ঘুমাতে যেতে মশারী ব্যবহার করুন।
৩. ফুলের টবে, এসি বা ফ্রিজের নিচে বা অন্য কোন স্থানে বদ্ধ পানি জমে থাকলে তা পরিষ্কার করুন।
৪. ঘরের আনাচে কানাচে বা আসবাবপত্র এর আড়ালে মশা মারার স্প্রে বা ঔষধ ব্যবহার করুন।
৫. মশার কামড় থেকে দূরে থাকতে সব সময় ফুলহতা জামা-প্যান্ট পরিধান করুন।
লক্ষণ সমূহ
১. হঠাৎ ১০৪-১০৫ ডিগ্রি জ্বরের প্রকোপ সাথে মাথা ব্যাথা।
২. চোখে ব্যাথা হওয়া ও র্যাশ উঠা এবং আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া।
৩. মাংসপেশী এবং হাড়ের সংযোগস্থানে প্রচন্ড ব্যাথা হওয়া। সাধারণত হাঁটু, গোড়ালি, পিঠ, হাত, ঘাড় এইসব জায়গায় ব্যথা হয় বেশি।
৪. শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ উঠা। সাধারণত মুখ, ঘাড় এবং পিঠে র্যাশ ওঠে। তবে পায়ে বা শরীরের অন্য অংশেও এই র্যাশ হতে পারে। র্যাশ এর সাথে চুলকানিও থাকতে পারে।
৫. বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া।
৬. এছাড়া বিরল ক্ষেত্রে মুখে ঘা, বমি, ডায়রিয়া, চোখে ঝাপসা দেখা, মেন্টাল কনফিউশন ইত্যাদি হতে পারে।
প্রতিকারের উপায় :
১. স্বাভাবিক খাবারের পাশাপাশি রোগীকে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে।
২. মশারীর ভেতরে বিশ্রাম নিতে হবে দিনে ও রাতে।
৩. এই জ্বরে শুধুমাত্র প্যারাসিটামল ব্যাবহার করা যেতে পারে।